শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ বর্তমান যুগে দাঁড়িয়ে মহিলারা পিছিয়ে নেই কোনোকিছুতেই।তা ফের একবার প্রমান হল।শিলিগুড়িতে সরস্বতী পুজোয় প্রথমবার পুজো করলেন মহিলা পুরোহিত।
জানা গিয়েছে, শিলিগুড়ি গার্লস হাইস্কুলে মহিলা পুরোহিত তনুশ্রী চক্রবর্তী সমস্ত নিয়ম মেনে পুজো সারেন।
মহিলা পুরোহিত তনুশ্রী চক্রবর্তী বলেন, বাড়িতেই পুজো করি।এর আগে বাইরে গিয়ে কোনোদিন পুজো করিনি।তবে ভাবতে পারিনি এবারে এভাবে পুজো করার সুযোগ পাবো।দুদিন আগে এক আত্মীয় গার্লস হাইস্কুলে পুজো করার কথা বলেন।প্রথমে বিশ্বাস করতে পারিনি।এরপর স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী পুজো করার কথা বলেন।এরপরই আজ স্কুলে নিয়ম মেনে সরস্বতী পুজো করি।তিনি আরও বলেন, আগামীতে সবকিছু ঠিকঠাক থাকলে বাইরে গিয়ে পুজো করব।
শিলিগুড়ি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী বলেন, স্কুলে এই প্রথমবার একজন মহিলা পুরোহিত সরস্বতী পুজো করলেন।এর আগে আমার ছাত্রজীবনে মহিলা পুরোহিত দিয়ে পুজো করতে দেখেছিলাম।বর্তমানে বিভিন্ন জায়গায় মহিলা পুরোহিতরা পুজো করা শুরু করেছেন।তিনি আশা করেন যে স্কুলে শুরু হওয়া এই প্রথা আগামীতে সকলে মেনে নেবে।