জলপাইগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ রবিবারের পর সোমবারও বাগদেবীর আরাধনায় মাতলেন রাজ্যের মানুষ।জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় আয়োজিত হল সরস্বতী পুজো।
এবছর পঞ্চমী তিথি রয়েছে দুদিনের।সেখানে গতকালের পাশাপাশি সোমবার ভোর থেকেই ঘরে ঘরে সরস্বতী পুজোয় মাতোয়ারা হয়েছে ছোট থেকে বড় সকলেই।জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনী এলাকায় বহু মানুষ সাত সকালে সরস্বতী পুজো সারেন।