শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ঝামেলা ও হুমকির অভিযোগ।মেয়রের নির্দেশে কলেজে পৌঁছলেন কলেজ পরিচালন সমিতির সদস্য সুপ্রকাশ রায় এবং তৃণমূলের যুব সভাপতি নির্ণয় রায়।
জানা গিয়েছে, প্রতিবছরের মত এবছরও শিলিগুড়ি ডে কলেজ ও কমার্স কলেজের তরফে সরস্বতী পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।৭৫ বছর পূর্তিতে এবছর ডে কলেজে বড় প্যান্ডেল করা হয়।যার জন্য ঢেকে যায় কর্মাস কলেজের পুজোর প্যান্ডেল।এই নিয়েই ঝামেলার সূত্রপাত।অভিযোগ, কমার্স কলেজের পক্ষ থেকে সৌরভ ভাস্কর ওরফে মার্ডার শিলিগুড়ি ডে কলেজের প্যান্ডেল কনভেনরকে হুমকি দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
এই বিষয়ে শিলিগুড়ি কলেজর অধ্যাপিকা বিদ্যাবতী আগরওয়াল জানান, কমার্স কলেজের সৌরভ ভাস্কর ওরফে মার্ডার, ডে কলেজের প্যান্ডেল কনভেনরকে থ্রেট করেছে।এসব ঠিক নয়।
ঘটনার পর মেয়রের নির্দেশে আজ কলেজে আসেন কলেজ পরিচালন সমিতির সদস্য সুপ্রকাশ রায় এবং তৃণমূলের যুব সভাপতি নির্ণয় রায়।হুমকির বিষয়টি নিয়ে মুখ খোলেননি তারা।
অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, আমাকে কেউ হুমকি দেয়নি।তাই এই বিষয় নিয়ে কিছু বলতে পারবো না।
অন্যদিকে এই বিষয়ে সৌরভ ভাস্কর জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।