সরস্বতী পুজোর আগে তৈরি হচ্ছে বাঁশের তৈরি মন্ডপ, লাভের আশায় ব্যবসায়ীরা

শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ সরস্বতী পুজোর আগে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় তৈরি হচ্ছে বাঁশের তৈরি মন্ডপ।লাভের আশায় ব্যবসায়ীরা।


গত কয়েকবছর আগে এই বাঁশের তৈরি মন্ডপের চাহিদা থাকলেও এখন আর সেরকম চাহিদা নেই।বর্তমানে নানান ধরনের ফুল সহ বিভিন্ন জিনিস দিয়ে মন্ডপসজ্জা করা হয়।এরপরও সংসার চালাতে বছরের কয়েকটা দিন বাঁশের মন্ডপ তৈরি করে বিক্রির আশায় থাকেন ব্যবসায়ীরা।তাই সরস্বতী পুজোর আগে এবছরও বিভিন্ন ডিজাইনের বাঁশের মন্ডপ তৈরি করেছেন তারা।ভালো বিক্রি হবে এই আশায় রয়েছেন।   

এদিন এক ব্যবসায়ী জানান, বর্তমানে বাঁশের তৈরি মন্ডপের চাহিদা অনেকটাই কম।গ্রামের দিকে চাহিদা থাকলেও শহরের চাহিদা খুবই কম।তবে এবারে ভালো বিক্রি হবে বলে আশায় রয়েছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *