শিলিগুড়ি, ২৩ জানুয়ারিঃ দূর্গা পূজা ও কালী পূজার পর এবারে শিলিগুড়িতে হচ্ছে বিগ বাজেটের সরস্বতী পুজো।এই প্রথম বিগ বাজেটের সরস্বতী পুজো করছে শিলিগুড়ির নজরুল সরনী যুব সমিতি।আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু করা হল পুজোর প্রস্তুতি।
প্রথম বর্ষে তাদের এবছরের থিম কাল্পনিক মন্দিরের আদলে মন্ডপ সজ্জা।মন্ডপের পাশাপাশি মূর্তিতেও থাকছে বিশেষ চমক।দেবী সরস্বতীর মূর্তির পাশাপাশি মন্ডপে থাকবে কৃষ্ণ কালীর মূর্তিও।
এই বিষয়ে পুজো কমিটির সদস্য শুভম চক্রবর্তী জানান, এই প্রথম শিলিগুড়িতে বিগ বাজেটের পুজো করতে চলেছে শিলিগুড়ির নজরুল সরনী যুব সমিতি।পুজোয় বিশেষ চমক থাকবে।পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজও করা হবে।পড়াশোনার গন্ডি ছেড়ে পড়ুয়ারা যাতে দূরে না সরে যায় সেজন্য বই খাতা, পেন এবং পেন্সিল তুলে দেওয়া হবে।মূর্তি বিসর্জন দেওয়ার ক্ষেত্রে কার্নিভালেরও আয়োজন করা হবে বলে জানান তিনি।