শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ আগামীকাল সরস্বতী পুজো।প্রতিবছরের মত এবছরও বাগদেবীর আরাধনায় মেতেছে শিলিগুড়ির সূর্য সংঘ ক্লাব।এবছর তাদের এই পুজো ২৪ বছরে পদার্পণ করলো।
জানা গিয়েছে, প্রাক রজত জয়ন্তী বর্ষে এবারে সূর্য সংঘ ক্লাবের থিম ‘পলাশ প্রিয়ার আরাধনায়’।তাদের এই পুজো এবছর নজর কাড়তে চলেছে শিলিগুড়িবাসীর।
মন্ডপ জুড়ে নারীদের সুরক্ষা ও সম্মানের বার্তা দেওয়া হয়েছে।এছাড়াও মূর্তিতেও রয়েছে বিশেষ চমক।১৮ ফুটের মূর্তি তৈরি করা হয়েছে।পাশাপাশি রয়েছে সুসজ্জিত আলোকসজ্জা।