মহা সমারোহে সরস্বতী পূজোর আয়োজনে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব

শিলিগুড়ি,১১ ফেব্রুয়ারিঃ মহা ধুমধামের মধ্যে দিয়ে এবছর সরস্বতী পূজোর আয়োজন করতে চলেছে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব।তিনদিন ধরে মহা সমারোহে আয়োজিত হবে সরস্বতী পূজোর অনুষ্ঠান।


বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন ক্লাব সম্পাদক অংশুমান চক্রবর্তী।তিনি জানান, প্রথমবার এত বড়ো পূজোর আয়োজন করতে চলেছেন তারা।১৫ তারিখ পূজোর শুভ উদ্বোধন করবেন শহরের বিশিষ্ট ব্যাক্তিরা। পূজোর অনুষ্ঠান চলবে ১৭ তারিখ পর্যন্ত।

সাংবাদিক বৈঠকে পূজো কমিটির তরফে উপস্থিত ছিলেন সূর্যশেখর গাঙ্গুলি, বিশ্বজিৎ দাস ও শুভঙ্কর পাল।তারা জানান, এবছর থিমপূজো হতে চলেছে  এবং সেই থিমে ফুটে উঠবে সাংবাদিকদের নিত্যদিনের জীবনযাত্রা।তিনদিনের এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বিভিন্ন প্রতিযোগিতা।এবারের পূজোকে আরও স্মরনীয় করে রাখতে গোটা শহরবাসীকে তারা আমন্ত্রন জানাচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *