রাজগঞ্জ, ২৩ মার্চঃ করোনার মোকাবিলায় পথে নেমেছেন রাজগঞ্জের বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত ও রেঞ্জ অফিসের বনকর্মীরা। সোমবার রাজগঞ্জের করলারডুবি বনবস্তির পরিবারগুলির হাতে সাবান ও মাস্ক তুলে দেওয়া হয়।
এদিন সকালে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বনকর্মীদের সঙ্গে করে সাবান ও মাস্ক নিয়ে পৌঁছে যান সরস্বতীপুরের করলাডুবিতে। পরিবারগুলির হাতে তুলে দেন সেই সাবান ও মাস্ক। তিনি বলেন, রাজগঞ্জ ব্লকে প্রায় চল্লিশটি বনবস্তি রয়েছে। বাজারে স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। তাই সাবান ও মাস্ক দেওয়া হচ্ছে। ১০ হাজার পরিবারকে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।