জলপাইগুড়ি, ৩ মেঃ শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে রেখে মাধ্যমিকে সাফল্য নয়নের। উচ্চতা মাত্র দু’ফুট।
শারীরিক প্রতিবন্ধকতা হার মানল ইচ্ছাশক্তির কাছে। ৫৫৩ নম্বর পেয়ে স্কুল টপার হয়েছে নয়ন দত্ত। জলপাইগুড়ির বাহাদুর মুন্নাজ হ্যাপি হোম হাইস্কুলের ছাত্র নয়ন দত্ত।
জলপাইগুড়ির রাউত বাগানের বাসিন্দা নয়ন। বাবা একজন কৃষক। নয়নের কৃতিত্বে খুশি গোটা বিদ্যালয়, শিক্ষক, প্রতিবেশী ও অভিভাবকেরা।
নয়ন জানায়, “পড়াশোনা করে এই সাফল্য। কালেক্টর হওয়ার ইচ্ছে রয়েছে।”
স্কুলের প্রধান শিক্ষক জানান, “নয়নের জন্য সকলে গর্বিত। ওর সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে।”