শিলিগুড়ি,১৮ ফেব্রুয়ারিঃ দৃষ্টিশক্তি নেই, তবে থেমে থাকেনি ইচ্ছেশক্তি। রাইটারের সাহায্যেই এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী রেনেসা দাস।
রেনেসার মা বর্নালী দাস জানান, জন্মের তিন বছর পর অসুস্থতার কারণে তাকে দৃষ্টিশক্তি হারাতে হয়। প্রথম অবস্থায় ভেঙে পড়লেও মেয়ে সহ নিজেকে সামলে নিয়েছেন বর্নালী দেবী। তিনি জানান রেনেসা ছোটোবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল, স্কুলের শিক্ষিকারাও তাই তাকে ভীষন ভালোবাসেন। স্কুলের তরফেই তাই রাইটার ঠিক করে দেওয়া হয়েছে। শিলিগুড়ি গার্লস হাইস্কুলেরই নবম শ্রেনীর ছাত্রী প্রনিতা দেবনাথ এবছর রেনেসার রাইটার। মূলত বর্নালী দেবী রেনেসার সকল পাঠ্যবই, সহায়ক বই রিডিং পড়ে রেকর্ড করে রাখেন। সেই রেকর্ড চালিয়ে কানে শুনেই পড়াশোনা চলছে রেনেসার।
ছোটোবেলায় শালুগাড়া স্পেশাল স্কুল এবং তারপরেই শিলিগুড়ি গার্লস স্কুলে চলে আসা। মাধ্যমিকের পর বিজ্ঞান বিভাগ নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে রেনেসার।
কি ভুলভাল স্যার, মেয়েটির নাম রেনেসা দাস আর ওর মায়ের নাম বর্ণালী দাস Please edit it