শিলিগুড়ি, ১৭ ডিসেম্বরঃ প্রধাননগর থানা অন্তর্গত সরকারি আধিকারিকের আবাসন পিন্টাল ভিলেজে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ।উদ্ধার হয়েছে চুরি যাওয়া জিনিস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিন্টাল ভিলেজের এক জিটিএ আধিকারিক ২৫ থেকে ৩০ নভেম্বর বাড়িতে ছিলেন না।এই সুযোগ নিয়ে এসি মেশিন থেকে তামার পাইপ এবং জেনারেটর থেকে ব্যাটারি চুরি করে। গত ১ তারিখ ওই আধিকারিক ফিরে এসে চুরির ঘটনা জানতে পারেন।এরপরই প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে প্রধাননগর থানার পুলিশ তদন্তে নেমে এক চোরকে গ্রেফতার করে।তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া জিনিস।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
