শিলিগুড়ি, ৩ জানুয়ারিঃ সরকারি হাইড্রেন বন্ধ করে অবৈধভাবে চলছে ড্রেন নির্মানের কাজ।সরব হলেন এলাকাবাসী।
জানা গিয়েছে, শিলিগুড়ির ইসকন মন্দির রোডের পাইপলাইন এলাকায় একটি বহুতল নির্মাণ করা হচ্ছে। সেখানে রয়েছে একটি ১৬ ফুটের হাইড্রেন।অভিযোগ, সেই হাইড্রেন বন্ধ করে ছোট ড্রেন নির্মাণের কাজ করছেন বহুতল নির্মাণকারী সংস্থার মালিক।কয়েক বছর আগেও হাইড্রেনের উপরে অবৈধভাবে হিউমপাইপ বসিয়ে স্ল্যাব তৈরির চেষ্টা করেছিল প্রোমোটার।সেইসময়ও স্থানীয় বাসিন্দারা বিরোধিতা করলে এসজেডিএ এবং পুরনিগমের পক্ষ থেকে অবৈধ নির্মান ভেঙে দেওয়া হয়।
এরপর ফের ড্রেনের কাজ শুরু করা হয়।এদিন এলাকার পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্যকে নিয়ে অবৈধভাবে ড্রেন নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বাসিন্দারা।হাইড্রেনকে ছোট করে দেওয়া হলে বর্ষার দিনে এলাকার কয়েকশো মানুষ জলে ডুবে যাবেন।এই কারণে ড্রেন নির্মান বন্ধের দাবী জানান তারা।
অন্যদিকে বহুতল নির্মাণকারী সংস্থার মালিক জানান সন্দীপ গোয়েল জানান, সম্পূর্ণ অনুমতি নিয়ে কাজটি করা হচ্ছে।বারবার এলাকাবাসীরা এসে কাজ বন্ধ করছে।এবারে যদি কাজ করতে না দেওয়া হয় তবে আইনের দ্বারস্থ হব বলে জানান তিনি।