শিলিগুড়ি, ২৪ জানুয়ারিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও শিলিগুড়িতে জমি মাফিয়াদের দৌড়াত্ব।এবারে মাটিগাড়া ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৭০ কাঠা ডিআই ফান্ডের সরকারি জমি দখলের চেষ্টা।
জানা গিয়েছে, ডিআই ফান্ডের সরকারি জমিতে কয়েক বছর ধরে বসবাস করছে একটি পরিবার।সেই পরিবারটিকে উচ্ছেদ করে জোর করে জমি দখল করার চেষ্টা করছে জমি মাফিয়ারা।সেই পরিবারের দাবি, ১৯৮৭ এবং ২০০৭ সালে জমির মালিকানার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছিলেন তারা।
চার লেনের এলিভেটেড রোড হওয়ার জন্য জমির দাম বেড়ে যাওয়ার পর সেই জমির উপর নজর পড়ে যায় জমি মাফিয়াদের।
অভিযোগ, গত ১০ জানুয়ারী রাতে দোকান ভেঙে সীমানা প্রাচীর তৈরি করে দেওয়া হয়।ঘটনার প্রতিবাদ করলে মহিলাদের হুমকি দেওয়া হয়।এরপর সেই পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
ডিআই ফান্ডের জমি জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ারভুক্ত।ইতিমধ্যেই এই ঘটনায় মেয়র গৌতম দেবের কাছেও একটি অভিযোগ করা হয়েছে।
সরকারি জমি দখলের চেষ্টার বিরুদ্ধে প্রশাসন ও পুলিশ কী ব্যবস্থা নেবে? এই নিয়েই উঠছে প্রশ্ন।
