৫ নম্বর ওয়ার্ডে সরকারি স্কুলের বইখাতা বিক্রির অভিযোগ, ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা  

শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ সরকারি স্কুলের বইখাতা বিক্রির অভিযোগ ডাবগ্রাম ২ নম্বর জিএসএফপি বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুনপাড়া এলাকায়।ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা।


এলাকাবাসীদের অভিযোগ, সরকারের তরফ থেকে আসা বইখাতা গুলি স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিক্রি করে দিয়েছেন।এছাড়াও স্কুলে নিয়মিত পঠন-পাঠন হয় না।নির্দিষ্ট সময়ে স্কুলের শিক্ষকরা আসেন না।যে কারণে পড়ুয়ারাও স্কুলে যায় না।এই নিয়ে আজ ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

স্কুলের সহকারী শিক্ষক ববিতা পাল জানান, স্থানীয়দের অভিযোগ ভিত্তিহীন।দীর্ঘদিনের পুরোনো কিছু খাতা বিক্রি করা হয়েছে।স্থানীয় কিছু যুবকদের জন্য স্কুল চত্বরে নেশা সহ অসামাজিক কার্যকলাপ হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।স্কুলের মাঠে গাড়ি পার্কিং করা হয়।এই নিয়ে খালপাড়া থানা সহ বিভিন্ন জায়গায় জানানো হলেও পরিস্থিতি বদলায়নি বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMarsbahis YeniMeritking Giriş