শিলিগুড়ি, ২ জুনঃ শিলিগুড়িতে মিটলো পানীয় জলের সমস্যা।বিকেল থেকেই পুরনিগম এলাকায় সরবরাহ করা হচ্ছে পরিশ্রুত পানীয় জল।যদিও জল নিয়ে এখনও আতঙ্কে রয়েছেন মানুষ।
রবিবার শিলিগুড়ি পুরনিগমে সাংবাদিক বৈঠক করে আজ বিকেল থেকে সরবরাহ করা পানীয় জল পানযোগ্য বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব।এরপর বিকেল থেকেই শহরের বিভিন্ন জায়গায় টাইম কলে জল আসা শুরু করেছে।অনেকে টাইম কল থেকে জল নিলেও তেমনভাবে ভিড় দেখা যায়নি।অনেকেই জল নিয়ে আতঙ্কে রয়েছেন।
প্রসঙ্গত, গত ২৯ মে মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে পুরনিগমের সরবরাহ করা জল পান করতে নিষেধ করেছিলেন।এরপর থেকে জলের সংকট দেখা দেয় শিলিগুড়িতে।জল সংকট মেটাতে পানীয় জলের ট্যাংকার এবং জলের পাউচ বিলি করা হয়।অবশেষে আজ বিকেল থেকে স্বাভাবিক হয়েছে জল পরিষেবা।