ফুলবাড়ি, ১১ অক্টোবরঃ ফুলবাড়ি ১ নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে ফুলবাড়ি সংলগ্ন প্রায় ৩৪টি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হল শারদ সম্মান।
জানা গিয়েছে, সোমবার ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা করাতির উদ্যোগে এলাকার প্রায় ৩৪টি পুজো কমিটির হাতে স্মারক সহ ১ হাজার টাকা করে তুলে দেওয়া হয়।
ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের পক্ষ থেকে এই প্রথম উদ্যোগ বলে জানান অঞ্চল প্রধান নমিতা করাতি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য ইয়ানুল হক মুন্সি,ধীরেস রায়,অঞ্চল সম্পাদক জাসমিন পারভীন সহ অন্যান্য জন প্রতিনিধিরা।