শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ পুর কমিশনারকে স্মারকলিপি জমা দিতে গিয়ে ধর্নায় বসলেন সিপিআইএম এর ৩ নম্বর এরিয়া কমিটির নেতা কর্মীরা।
জানা গিয়েছে, এদিন ভ্যাকসিন নিয়ে দুর্নীতি,সকলকে ভ্যাকসিন দেওয়া সহ বিভিন্ন দাবি নিয়ে পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি দিতে যান সিপিআইএম এর ৩ নম্বর এরিয়া কমিটির সদস্যরা।তবে দেখা মেলেনি কোনো আধিকারিকের।অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার স্মারকলিপি জমা দিতে গিয়ে ফিরে আসতে হয়েছে তাদের।কেন বারবার তাদের দাবির প্রতি পুরনিগম অবহেলা করছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।এরপর পুরনিগম চত্বরে ধর্নায় বসেন তারা।তারা দাবি করেন, অবিলম্বে তাদের দাবির প্রতি মান্যতা দিয়ে স্মারকলিপি গ্রহন করতে হবে।এদিন দীর্ঘক্ষণ ধর্না চলার পর অবশেষে পুরনিগমের এক আধিকারিক স্মারকলিপি গ্রহণ করতে চাইলে ধর্না থেকে সরে দাঁড়ান।
এই বিষয়ে প্রাক্তন মেয়র পারিষদ তথা সিপিএম নেতা শরদিন্দু চক্রবর্তী জানান,বর্তমান পুর প্রশাসক বোর্ড তাদের আন্দোলনকে ভয় পাচ্ছে।সেই কারনে বারবার আধিকারিকেরা অনুপস্থিত থাকছে।তবে আগামীতে পুরনিগমের বিরুদ্ধে বিভিন্ন দাবি নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।