শিলিগুড়ি, ৩ আগস্টঃ শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের দাবিতে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট কমিটির সম্পাদক তমাল দাসকে স্মারকলিপি জমা দিল সমাজসেবী দিলীপ বর্মন ও রেগুলেটেড মার্কেটের ২০ জন ব্যবসায়ী।
এই বিষয়ে দিলীপ বর্মন বলেন, ১৯৯৩ সালে রেগুলেটেড মার্কেটে ৫৪ জনকে দোকান দেওয়া হয়।তাদের মধ্যে ২০ জন ব্যবসায়ী বিভিন্ন সমস্যায় পড়েছেন।এখনও অবধি তারা চুক্তিপত্র পাননি।এরফলে ব্যবসায়ীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে মামলাও চলছে।তিনি আরও বলেন, শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট কমিটির সম্পাদক তমাল দাস তাদের আশ্বস্ত করেন যে আদালতে চলা মামলার শীঘ্রই শুনানি হবে।এরফলে সমস্যার সমাধান হবে।