শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ এসএসসি, আপার প্রাইমারি, ডব্লিউবিপিএসসি পরীক্ষা এবং নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে একাধিক দাবিতে রাজ্যজুড়ে সরব হয়েছে এসএফআই ও ডিওয়াইএফআই।
বুধবার দার্জিলিং জেলা এসএফআই এবং ডিওয়াইএফআই তরফেও জেলা স্কুল পরিদর্শকে স্মারকলিপি প্রদান করা হয়।এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘক্ষন বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই এবং ডিওয়াইএফআই।পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তারা।
এই বিষয়ে এসএফআই দার্জিলিং জেলার সভাপতি অঙ্কিত দে জানান, ২০১১র পর থেকে এসএসসি, আপার প্রাইমারির নিয়োগে দুর্নীতির আঁতুড়ঘর তৈরি হয়েছে।আশা করছি এর তদন্ত ঠিকঠাকভাবে হবে।যারা এই ধরণের দুর্নীতির ঘটনায় জড়িত তাদের কড়া শাস্তির দাবি জানান তিনি।