শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ দিনের পর দিন শহরে বাড়ছে ছিনতাই চুরির ঘটনা।মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে যুবসমাজ।এই নিয়ে চিন্তিত শহরবাসী।এই বিষয়ে আজ বিজেপি মহিলা মোর্চার তরফে শিলিগুড়ি পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদান করা হল।
জানা গিয়েছে, এদিন শহরে অপরাধমূলক ঘটনা রুখতে এবং মাদকমুক্ত শহর গড়ে তোলার দাবিতে এদিন মহিলা মোর্চার তরফে কমিশনারকে স্মারকলিপি প্রদান করা হয়।
এই বিষয়ে বিজেপি মহিলা মোর্চার নেত্রী জুলি তামাং বলেন, সমাজের যুব সমাজ বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে৷পুলিশ প্রশাসন শহরকে নেশামুক্ত করতে লাগাতার কাজ করছে।তবে তা ধীরগতিতে চলছে।এর গতি বাড়াতে হবে।যাতে যুব সমাজ নেশার প্রতি আসক্ত না হয়।