নকশালবাড়ি, ২৮ মার্চঃ রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে স্বামীজীর বার্তাকে জেলায় জেলায় পৌঁছে দিতে শাশ্বত ভারত রথ এসে পৌঁছল নকশালবাড়িতে।
জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এই শাশ্বত ভারত রথ পরিক্রমা শুরু হয়। মঙ্গলবার রথটি নকশালবাড়ি হিন্দি হাইস্কুলে পৌঁছায়।সেখানে স্কুলের পড়ুয়াদের সামনে স্বামীজীর বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।এরপর একটি বাইক র্যালিরও আয়োজন করা হয়।র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে নকশালবাড়ি সারদা বিদ্যামন্দিরে গিয়ে শেষ হয়।এই রথ নকশালবাড়ি থেকে খড়িবাড়ি হয়ে ঘোষপুকুর, উত্তর দিনাজপুর হয়ে মালদা থেকে ফের জলপাইগুড়িতে ফিরবে।
এই বিষয়ে রামকৃষ্ণ মিশনের সদস্য পরিতোষ বর্ধন বলেন, স্বামীজীর ভাবনা ও দেশপ্রেম বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ৫টি জেলায় এই রথ পরিক্রমা করবে।
Ami paricramagulo dekte chai