রাজগঞ্জ, ৩০ অক্টোবরঃ রাজগঞ্জের কালিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে অবৈধভাবে কাঠ রেখে অবাধে ব্যবসা করছেন কিছু ব্যবসায়ী।বহুদিন ধরে অবৈধভাবে কাঠ রাখা হলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।রাজগঞ্জ বাজারের কাছেই কালিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।
কাছেই রয়েছে রাজগঞ্জ থানা।আগে ওই স্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর না থাকলেও এক বছর আগে সীমানা প্রাচীর দেওয়া হয়।অনেক বছর থেকে হাসপাতালের জমিতে কে বা কারা গাছের গুড়ি স্তুপ করে রাখছেন।
স্থানীয় পঞ্চায়েত সদস্য সুশান্ত রায় বলেন, এক বছর আগে সীমানা প্রাচীর তৈরি করার সময় কাঠ রাখতে নিষেধ করা হয়েছিল।তখন কিছুদিন কাঠ রাখা বন্ধ হলেও আবার কে বা কারা কাঠ রাখছে তাদের খুঁজে বের করে কাঠ রাখতে নিষেধ করা হবে।
রাজগঞ্জের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শুভদীপ সরকার বলেন, একবার অভিযান চালিয়ে হাসপাতাল চত্বর থেকে কাঠ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হলেও কয়েকজন নিষেধ মানছে না। আবারও অভিযান করা হবে ।