৩ নম্বর বরোর উদ্যোগে সাফাই কর্মীদের জন্য স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন

শিলিগুড়ি, নভেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ৩ নম্বর বরোর উদ্যোগে সাফাই কর্মীদের জন্য স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।


শিলিগুড়িতে ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ।ডেঙ্গি মোকাবিলায় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগাতার কাজ করছেন সাফাইকর্মীরা।তাদের কথা মাথায় রেখে শনিবার ৩ নম্বর বরোর অন্তর্গত সমস্ত সাফাই কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।পাশাপাশি তেরাই ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এদিন ৩ নম্বর বরো অফিসে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বরো চেয়ারম্যান মিলি সিনহা,২৩ নম্বর ওর্য়াড কাউন্সিলর লক্ষ্মী পাল ও পুরনিগমের অন্যান্য আধিকারিকেরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *