শিলিগুড়ি, ২৪ মেঃ করোনার চিকিৎসায় স্বাস্থ্যসাথী কার্ড নার্সিংহোমে কতটা কার্যকরী সেই খোঁজ নিতে নার্সিংহোমে পৌঁছলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
সোমবার প্রধাননগরের একটি নার্সিংহোমে খোঁজ নিতে পৌঁছান শঙ্কর ঘোষ, নান্টু পাল, কানাইয়া পাঠক সহ আরও অন্যান্য বিজেপি নেতা।তবে নিয়ম অনুযায়ী নার্সিংহোমে টাঙানো নেই বিলের কোনো চার্ট।স্বাস্থ্যসাথী কার্ডের কথা জিজ্ঞেস করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এখনও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো করোনা আক্রান্ত রোগীই নাকি আসেননি।
এই বিষয়ে শঙ্কর ঘোষ বলেন, শাসকদলের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতেই এই গাফিলতিগুলো চলছে শহরে৷তিনি আরও বলেন শহরে নার্সিংহোমগুলিতে এত অভিযোগ অথচ প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান পুর এলাকার বাইরের নার্সিংহোমগুলি ঘুরে বেড়াচ্ছেন।এই সবকিছুই শুধুমাত্র লোক দেখানো কাজ।