জলপাইগুড়ি,২০ এপ্রিলঃ বাড়ছে করোনা সংক্রমণ।জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক সারলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু।
জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা রয়েছে ৬৩৫ জন।এদিনের বৈঠকে করোনা মোকাবিলার ক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।আগামীকাল এই বিষয়ে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে আরও একটি বৈঠক করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু।
জানা গিয়েছে, জেলার করোনা হাসপাতালে আরো ২০০টি বেড বাড়ানো হবে।পাশাপাশি করোনা মোকাবিলায় বিভিন্ন এলাকায় মাইকিং করে মানুষকে সচেতন করা হবে।এছাড়াও জেলার প্রতিটি ব্লকে সেফ হাউস তৈরি করা হবে।