শিলিগুড়িঃ সোয়াব টেস্টের(লালারস) জন্য বসানো হয়েছে কাচের বক্স। তা নিয়ে স্বাস্থ্যকর্মীদের ঘিরে বিক্ষোভ শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে। বিদায়ী কাউন্সিলর পরিমল মিত্রের উপস্থিতিতে এদিন কয়েকশো মানুষ বিক্ষোভ দেখান।
৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নমুনা সংগ্রহের জন্য একটি কাচের বক্স নজরে আসে এলাকাবাসীদের।এরপরই মঙ্গলবার সকাল থেকে সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা।
বিদায়ী কাউন্সিলর পরিমল মিত্র বলেন, জনবসতি পূর্ণ এলাকা।সেখানে এভাবে নমুনা সংগ্রহ কীভাবে হয়? সেকারণেই বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী।
এদিকে ঘটনার খবর পাওয়ার পরই পৌঁছান খালপাড়া ফাঁড়ির পুলিশ।স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার পর পুলিশ আধিকারিকেরা জানান, বাইরের কাউকে সোয়াব টেস্টের জন্য এখানে আনা হচ্ছেনা।এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।যদিও এদিন বিক্ষোভাকারীদের মধ্যে কোনো সামাজিক দূরত্ব ছিলনা।