শিলিগুড়ি,১২ ডিসেম্বরঃ দেড় বছরের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বারবার অপমানিত হয়ে ফিরে আসছেন ভক্তিনগরের অষ্টমী রায় সিংহ। অভিযোগ, বিয়ের পর থেকেই অষ্টমী রায় সিংহের স্বামী শুভজিত সিংহ ও শ্বশুরবাড়ির লোকেরা তার ওপর পণের চাপ দিতে থাকে। বাপের বাড়ি থেকে পণ না নিয়ে আসতে পারায় তার ওপর চলতো অত্যাচার।
ওই গৃহবধু জানান, বছর দুয়েক আগে বাড়িভাষা মাদানিবাজারের বাসিন্দা শুভজিত সিংহের সাথে পালিয়ে বিয়ে করেন তিনি। এরপর শ্বশুরবাড়িতে কিছুদিন সংসারও করেন তবে পণ না নিয়ে আসতে পারায় তার ওপর চলতো অত্যাচার। এরপর স্বামীর সাথে আলাদা থাকতেন তিনি।তবে কিছুদিন আগে ওই গৃহবধুর বাবার মৃত্যু হয় তারপর থেকে বাপের বাড়িতেই থাকছিলেন তিনি। এরপর স্বামীর কাছে ফিরতে চাইলে তাকে আর গ্রহন করছিলেন না তার স্বামী শুভজিত সিংহ। শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে আসেন গৃহবধু তবে সেখান থেকেও তাকে অপমান করে ফিরিয়ে দেওয়া হয়। শনিবার আবারও তিনি শ্বশুরবাড়িতে যান তবে এবার গেটে ঝুলছিল তালা। স্বামীর সাথেও যোগাযোগ করতে পারছেন না তিনি।
গৃহবধূর অভিযোগ,তার স্বামী পালিয়ে গিয়েছে। তার কোলে রয়েছে একটি ছোট শিশু, বর্তমানে এই ছোট শিশুকে নিয়ে কোথায় যাবেন তিনি তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না। গোটা বিষয়টি নিয়ে এদিন তিনি ভক্তিনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। গৃহবধুর দাবি তিনি শ্বশুরবাড়িতে ফিরে স্বামীর সাথে সংসার করতে চান। যদিও অভিযুক্তের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি।