রাজগঞ্জ, ১১ মেঃ এক বছর থেকে বন্ধ রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি সিদ্দিকিয়া বুথ এলাকায় সরকারি ব্যয়ে তৈরি মডেল হাট।
জানা গিয়েছে, দুবছর আগে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি সিদ্দিকিয়া বুথের কয়েকটি পাড়া নিয়ে আদর্শ গ্রাম করার উদ্যোগ নেওয়া হয়।সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পে দুই কোটি টাকা ব্যয়ে একাধিক পাকা রাস্তা, পানীয় জল, কমিউনিটি হল, হাট সেড সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আদর্শ গ্রাম করা হবে বলে প্রকাশ্যে সভায় জানানো হয়।সেই ঘোষণা মত অনেক উন্নয়নমূলক কাজ করা হলেও আরও অনেক কিছুরই অভাব রয়েছে।গত দুবছর আগে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়ের উপস্থিতিতে মডেল হাটের উদ্বোধন করা হয়।সপ্তাহে মঙ্গল ও শনিবার হাট বসতো।প্রথম বছর ভালোই চলছিল।কিন্তু এক বছর থেকে সেই হাট পুরোপুরি বন্ধ।
স্থানীয়দের অভিযোগ, নতুনহাট তৈরি করা হলেও বৃষ্টি হলে বর্ষাকালে জল-কাদায় নাজেহাল হতে হয়।পানীয় জল, শৌচালয় ও বিদ্যুতের ব্যবস্থা নেই।তাই ওই মডেল হাটে ক্রেতা ও বিক্রেতারা কেউই আসেনা।এদিকে এই হাট তৈরি করতে যারা জমি দান করেছিলেন সেই আব্দুল গফুর, আব্দুল করিম ও নজরুল ইসলামরা হতাশ হয়ে পড়েছেন।তারা জানান, এলাকার উন্নয়নের স্বার্থে ও কিছু উপার্জনের আশায় হাটের জন্য জমি দান করেছিলাম।কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় হাট বন্ধ রয়েছে।
স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য রৌশন হাবিব বলেন, পরিকাঠামোর অভাবের জন্য হাটটি প্রায় এক বছর থেকে বন্ধ।হাট চালু করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।