জলপাইগুড়ি, ২৫ ডিসেম্বরঃ জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে ডায়ালিসিস রোগিরা সঠিক পরিষেবা পাচ্ছেন না এমনটাই অভিযোগ তুললেন রোগী ও রোগীর পরিজনেরা।
অভিযোগ, হাসপাতাল থেকে ইনজেকশন দেওয়ার কথা থাকলেও তা মিলছে না।বাধ্য হয়ে বাইরের দোকান থেকে ইনজেকশন কিনতে হচ্ছে রোগীদের।এরফলে বিপাকে রোগী ও পরিজনেরা।
জলপাইগুড়ি জেলা সদর ও সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস ইউনিট রয়েছে।এই দুটি ইউনিটে সম্পূর্ণ বিনামূল্যে শতাধিক রোগী ডায়ালিসিস করেন।গরিব ও মধ্যবিত্ত পরিবারের রোগীরা হাসপাতালের উপর ভরসা করেন।অনেকে বাধ্য হয়ে এক-দেড় হাজার টাকা দিয়ে ইনজেকশন কিনতে বাধ্য হচ্ছেন।এদিকে ইনজেকশন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগী ও রোগীর পরিজনেরা।
যদিও এই সমস্যার কথা মেনে নিয়েছে স্বাস্থ্য দফতর।ইনজেকশন সরবরাহ নেই এই কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে।উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।ডায়ালিসিস ইউনিটের টেকনেশিয়াল সুশান্ত দে বলেন, কয়েকদিন থেকে ইনজেকশন নেই।আমরা বিষয়টি উদ্ধর্তন পক্ষকে জানিয়েছি।