শিলিগুড়ি, ২৪ মার্চঃ স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা, অথবা নিকটবর্তী কোথায় চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে তা জানতে এবারে ডাউনলোড করতে হবে একটিমাত্র অ্যাপ, আর এতেই হবে সমাধান।
হেলদি র্যাবিট নামের এই অ্যাপ ডাউনলোড করে নিলে বাড়িতে বসেই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান হবে।দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সাড়া ফেলেছে এই অ্যাপলিকেশনটি।এবারে শিলিগুড়িতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল হেলদি র্যাবিটের।
বুধবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন ডঃ উজ্জ্বল কেজরিওয়াল, তরূণ আগরওয়াল, রাজিব চিরানিয়া সহ আরও অনেকে।তারা জানান, অ্যাম্বুলেন্স, স্বাস্থ্য সমস্যা, নিকটবর্তী পরিষেবা সহ চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন সমস্যার সমাধান বাড়িতে বসে হেলদি র্যাবিটেই সাধারন মানুষ পাবেন।স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্যের পাশাপাশি চিকিৎসার খরচ কেমন পড়বে তাও বাড়িতে বসেই জানা যাবে।খুব শীঘ্রই বিদেশেও অ্যাপলিকেশনটি শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।