কালচিনি, ১ নভেম্বরঃ সাতসকালে গ্রামে হাতির হানা।কালচিনি ব্লকের পূর্ব সাঁতালি গুদামডাবরি এলাকার ঘটনা।ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি গ্ৰামে প্রবেশ করে।বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায় হাতিটি।পথ চলতি মানুষরা হাতির মুখে পড়েন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিলটনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা।এরপরই হাতিটিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করেন বনকর্মীরা।
এলাকার বাসিন্দারা জানান, প্রায় প্রতিনিয়ত হাতি গ্রামে প্রবেশ করছে।এলাকার বাসিন্দাদের জমির ফসল নষ্ট করছে।হাতির হানায় আমরা খুবই অতিষ্ট ও আতঙ্কিত।