রাজগঞ্জ, ১৮ জানুয়ারিঃ সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের।শনিবার সকাল সাড়ে ছয়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের বন্ধুনগর এলাকায়।মৃত যুবকের নাম দিলওয়ার হোসেন(২৫)।রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের গোসাইআখড়া গ্রামের বাসিন্দা ছিলেন যুবক।
জানা গিয়েছে, দিলওয়ার হোসেন একটি বিপণন সংস্থার রাধারবাড়ি এলাকার গোডাউনে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন।বছর খানেক আগে তিনি বিয়ে করেছেন।আজ সকালে বাইক নিয়ে কাজে যাচ্ছিলেন।সেইসময় দুর্ঘটনাটি ঘটে।ঘটনাস্থলটি ফাঁকা জায়গা এবং ঘন কুয়াশার কারণে কোন গাড়ির সঙ্গে তার দুর্ঘটনা হয়েছে কিনা তা কারো নজরে পড়েনি।
পরে পথচলতি মানুষের নজরে পরে পাকা রাস্তার উপরে যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে এবং পাশেই পড়ে রয়েছে একটি বাইক।দুর্ঘটনার ফলে শিলিগুড়ি অভিমুখী রাস্তাটি বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভোরের আলো থানা, রাজগঞ্জ থানা ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।মাঝেমধ্যেই বন্ধুনগর এলাকায় দুর্ঘটনা ঘটছে।যেকারনে এলাকায় ট্রাফিক পুলিশের দাবি করেছেন স্থানীয়রা।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ।