রাজগঞ্জ,২৭ ডিসেম্বরঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল চা পাতা বোঝাই ট্রাক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের বন্ধুনগর সংলগ্ন সিতাগুড়ি এলাকায়।
জানা গিয়েছে, গুয়াহাটি থেকে একটি চা পাতা বোঝাই লরি কানপুরের দিকে যাচ্ছিলো।আজ সকালে আচমকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধুনগর সংলগ্ন সিতাগুড়ি এলাকায় রাস্তার পাশে উল্টে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ।দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।