শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ ‘কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিল নিয়ে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে।কৃষি বিলে নতুন যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তা কৃষকস্বার্থেই নেওয়া হয়েছে’- শনিবার একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানালের বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
তিনি বলেন, কৃষকেরা যাতে কোনো বাধ্যবাধকতার মধ্যে না থেকে নিজেদের ইচ্ছেমত পন্য বিক্রি করতে পারে সেই কারনেই এই বিল।এর ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলো কৃষকদের ওপর কোনোরকম চাপ সৃষ্টি করতে পারবে না। এছাড়াও এম এস পি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের রোজগারে নিশ্চয়তাও প্রদান করা হয়েছে।