জলপাইগুড়ি,২১ সেপ্টেম্বরঃ ‘পশ্চিমবঙ্গ বোমা বারুদ আর টেরোরিস্টদের হাবে পরিণত হয়েছে।পুলিশ তাদের না ধরে বিজেপিকে ঠেকাতে নেমেছে’।জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বিজেপি নেতা সায়ন্তন বসু।এছাড়াও এদিন পুলিশ বিভাগকে বিজেপি ঠেকাও বিভাগ নাম দেওয়া উচিৎ বলে কটাক্ষ করেন তিনি।
জলপাইগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সায়ন্তন বসু বলেন, ‘পশ্চিমবঙ্গ বোমা বারুদ আর টেরোরিস্টদের হাবে পরিণত হয়েছে।লোকাল জেহাদি এলিমেন্ট মুর্শিদাবাদ,মালদায় তৈরী হয়েছে। এর পেছনে চারটি কারন আমাদের মনে হয়েছে পুলিশ প্রশাসন বিষয়টি জানত কিন্তু রাজনৈতিক চাপে তারা কাজ করতে পারেনি অথবা পুলিশ কিছুই জানত না।এটা রাজ্য সরকারকে পরিষ্কার করতে হবে।কেবলমাত্র ৩০% ভোটারকে সন্তুষ্ট রাখার জন্য বাকিদের বিপদে ফেলার যে প্রবণতা তা মমতা ব্যানার্জির সরকারের সময় ব্যপকভাবে বেড়েছে।আমরা জাতীয় নিরাপত্তার স্বার্থে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি রাখছি’।