শিলিগুড়ি,২৭ আগস্টঃ শিলিগুড়ি পুরনিগম পরিচালনার ক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিয়েছে বিগত বাম বোর্ড।আর সেই কারণেই পুরনিগমের বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত হয়েছেন গরীব মানুষেরা।শিলিগুড়ি পুরনিগমে এসে সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে আসেন চন্দ্রিমা ভট্টাচার্য।তাকে সংবর্ধনা জানান শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব,প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার,অলোক চক্রবর্তী সহ অন্যান্যরা।এরপর পুরনিগমের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি।বৈঠক শেষে বিগত বাম বোর্ডের সমালোচনা এবং বর্তমান প্রশাসক বোর্ডের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।