শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ সরস্বতী পুজোর জন্য সকাল সকাল স্কুলে হাজির হয়েছিল পড়ুয়ারা।কিন্তু স্কুলে এসে দেখা যায় গেট তালা বন্ধ।আর এতেই ক্ষুব্ধ হলেন অভিভাবকেরা।পুজোর দাবীতে বিক্ষোভও দেখালেন অভিভাবক ও পড়ুয়ারা।খড়িবাড়ির দিলসারাম প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
এদিন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরস্বতী পুজো না হওয়া নিয়ে ক্ষুব্ধ হন স্থানীয়রা।স্কুলের গেটে পুজো চাই, পুজো চাই স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান তারা।
অভিভাবকরা জানান, বছরে একবার পুজো করা হয়, পড়ুয়ারা আনন্দ করে।এবারে তাও হচ্ছে না।সকালে এসে দেখা যায় তালাবন্ধ হয়ে রয়েছে স্কুল।এরফলে মন খারাপ হয়ে যায় পড়ুয়াদের।এরপরই পুজোর দাবীতে বিক্ষোভে সামিল হন তারা।
অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক ফোনে জানান, একটু দেরী হয়েছে কিন্তু পুজো হবে।
শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ফোনে জানান, শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হওয়া উচিত।কিন্তু কি কারনে ওই স্কুলে পুজো হল না তার খোঁজ নেওয়া হবে।