নিউজ ডেস্কঃ রাজ্যের স্কুলগুলিতে আরও বাড়ানো হল গরমের ছুটি।১১ দিন বাড়ানো হয়েছে গরমের ছুটি।সোমবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১ মে থেকে আগামী ১৫ জুন অবধি স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া হয়েছিল।সোমবার ফের বিজ্ঞপ্তি জারি করে আগামী ২৬ জুন অবধি বাড়ানো হল গরমের ছুটি।
রাজ্যের একাধিক জায়গায় গরমের দাবদাহে হাঁসফাঁস অবস্থা মানুষের।এই নিয়ে উদ্বিগ্ন ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।এরপরই স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
