খড়িবাড়িতে একটি স্কুলে চুরির ঘটনায় গ্রেফতার আরও ১

খড়িবাড়ি, ১২ জুনঃ খড়িবাড়ির বাতাসী সার্কেলের মনিকা জোত প্রাথমিক স্কুলে চুরির ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ।


জানা গিয়েছে, গত ২৬মে রাতের অন্ধকারে স্কুলে চুরির ঘটনা ঘটে।ঘটনার পর অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে প্রথমে ২ জনকে গ্রেফতার করে।এরপর গতকাল আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম দেবানন বর্মন।পানিট্যাঙ্কির মনসাবস্তির বাসিন্দা।

ধৃতের কাছে থেকে একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ।এর আগে গত ২৮মে চাউল এসকে ও অজয় মন্ডলকে গ্রেফতার করেছিল পুলিশ।ধৃতদের হেফাজত থেকে মোটর পাম্প ও সিলিং ফ্যান উদ্ধার হয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *