রাজগঞ্জ, ৮ ডিসেম্বরঃ বাড়ি বাড়ি জাতিগত শংসাপত্র প্রদান করতে গিয়ে আচমকাই একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়লেন রাজগঞ্জের বিডিও।পড়ুয়াদের সঙ্গে মাঠে বসেই খেলেন মিড ডে মিল।পাশাপাশি শুনলেন পড়ুয়া এবং অভিভাবকদের নানা অভিযোগ।
শুক্রবার রাজগঞ্জ ব্লকের সুখানি ও পানিকৌড়ি অঞ্চলের বেশকিছু জায়গায় জাতিগত শংসাপত্র প্রদান করতে বেরিয়েছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই বলদাপুকুর নেতাজী সুভাষ প্রাথমিক বিদ্যালয় ঢুকে পড়েন তিনি। সেখানে খোলা আকাশের নীচে মাঠে বসিয়ে পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানো হচ্ছিল।পাশেই ঘোরাফেরা করছিল গবাদি পশু এবং কুকুর।এই অব্যবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।বিডিও স্কুলে আসতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন অভিভাবক ও পড়ুয়ারা।অভিযোগ শুনে নিজে মিড ডে মিল খেয়ে দেখেন বিডিও।
পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, স্কুলে পঠন-পাঠন ঠিকভাবে হয় না। দেরি করে আসেন শিক্ষকেরা। এই অভিযোগ শুনে শিক্ষকদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন।পরবর্তীতে এমন অভিযোগ এলে ব্যবস্থাও নেওয়া হবে তা জানিয়ে দেন।
এই ব্যাপারে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বলেন, শংসাপত্র দেওয়ার কাজে বেরিয়ে হঠাৎই চোখে পড়ে বাচ্চারা মাঠে বসে মিড ডে মিল খাচ্ছে।তাই খাবারের গুণগত মান দেখলাম।বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সতর্ক করা হয়েছে। এছাড়া ছাত্র ও অভিভাবকেরা অভিযোগ করলেন সেগুলো গুরুত্বসহকারে দেখা হবে।