শিলিগুড়ি, ৩০ জানুয়ারিঃ হাতির হানায় নাজেহাল স্কুলের শিক্ষক শিক্ষিকারা। হাতি এসে এবার মিড ডে মিলের ঘর ভেঙে চাল, ডাল, আলু খেয়ে যাওয়ায় মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের।
শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি নেপালি প্রাইমারি স্কুলে মাঝে মধ্যেই হাতির হানায় অতিষ্ঠ স্কুলের শিক্ষিকেরা। গত তিনদিন ধরেই হাতি স্কুলে ঢুকছে। সোমবার রাতে স্কুলের মিড ডে মিলের ঘর ভেঙে প্রায় এক কুইন্টাল চাল, ডাল ও আলু খেয়ে চলে যায় হাতি। এরপরই মঙ্গলবার সকালে স্কুলে এসে মাথায় হাত পড়ে যায় শিক্ষিকাদের।
এদিন স্কুলে মিড ডে মিল রান্না হয়নি। এদিকে মাঝেমধ্যেই স্কুলে হাতি আসছে বলেও জানান শিক্ষিকারা। বহুদিন ধরেই স্কুলে বাউণ্ডারি ওয়ালের দাবি করে আসছেন স্কুল শিক্ষিকারা ও অভিভাবকেরা। সোমবার রাতের ঘটনার পর রীতিমতো আতঙ্কিত অভিভাবকেরা। এরপরই স্কুলে বাউন্ডারি ওয়ালের দাবিতে শিক্ষিকাদের স্কুলের ভেতর তালাবন্দি করে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। পরবর্তীতে বিডিও অফিসেও ফোন করেন তাঁরা। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় আশিঘর ফাঁড়ির পুলিশ।