শিলিগুড়ি, ১৮ জানুয়ারিঃ শিলিগুড়িতে ৫ স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। কোনোমতে টোটো থেকে লাফ দিয়ে প্রানে বাঁচল এক ছাত্রী। পরে অন্যান্য ছাত্রীরাও টোটো থেকে নেমে যায়।যদিও পালিয়ে যায় অভিযুক্ত টোটো চালক।বুধবার দুপুরে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির ঝঙ্কার মোড় সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, শিলিগুড়ির রাজেন্দ্র প্রসাদ স্কুলের সামনে থেকে টোটোতে ওঠে ৫ ছাত্রী। ছাত্রীদের চতুর্থ মহানন্দা ব্রিজের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, টোটো ঝঙ্কার মোড় পার করে সবজি বাজারের দিকে যেতে থাকে। সেসময় এক ছাত্রী টোটো চালককে ভুল পথে নিয়ে যাচ্ছে বলে। কিন্তু এরপরও টোটো চালক সেই রাস্তা হয়েই যাচ্ছিল। এক ছাত্রী চিৎকার করে চলন্ত টোটো থেকে লাফ দেয় আর তাতেই কিছুক্ষণের জন্য টোটো দাড় করায় চালক। সেই মুহুর্তে টোটো থেকে নেমে যায় ৪ ছাত্রী। এলাকার মানুষের কিছু বুঝে ওঠার আগেই সেখান থেকে পালিয়ে যায় সেই টোটো চালক। পরে খবর দেওয়া হয় খালপাড়া ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলর বিবেক সিং।
এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে খালপাড়া ফাঁড়ির পুলিশ।