নকশালবাড়ি, ২৫ জানুয়ারিঃ অবিলম্বে স্কুল, কলেজ খোলার দাবিতে এবারে পথে নামল শিক্ষা অনুরাগী মঞ্চ নকশালবাড়ি।
মঙ্গলবার নকশালবাড়ি বাসস্ট্যান্ডে স্কুল কলেজ খোলার দাবিতে সরব হন শিক্ষক থেকে অভিভাবকরা।পরবর্তীতে গনস্বাক্ষর সম্বলিত করে নকশালবাড়ি বিডিওর হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়।
এই বিষয়ে শিক্ষা অনুরাগী মঞ্চের সদস্য তথা প্রাক্তন শিক্ষক পরিতোষ চাকলাদার জানান, গত ২ বছর ধরে বিদ্যালয়ে তালা ঝুলছে।কিন্তু রাজ্যে সব কিছু খোলা।মেলা হচ্ছে, খেলা হচ্ছে, বাস ট্রেন সব খোলা আছে কিন্তু বিদ্যালয় প্রাঙ্গণ বন্ধ।দ্রুত করোনা বিধি মেনে স্কুল খোলার আবেদন জানান তিনি।