রাজগঞ্জ, ১২ জুলাইঃ স্কুলের মাঠে জমে রয়েছে হাঁটু জল।সমস্যায় পড়ুয়ারা।
বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে জলমগ্ন বিভিন্ন জায়গা।বাদ নেই স্কুলের মাঠ।রাজগঞ্জ ব্লকের আমবাড়ি সংলগ্ন ভোটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে।সেই জমা জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের।
ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে বৃষ্টি হলেই স্কুলের মাঠে জল জমে থাকে। বাচ্চাদের কোলে করে স্কুলের রুমে পৌঁছে দিতে হচ্ছে।অনেক পড়ুতা এই জমা নোংরা জল পেরিয়ে স্কুলে যাচ্ছে।এর ফলে পড়ুয়াদের নানান রোগ দেখা দিচ্ছে।আমরা চাই এই জমা জল বেরোনোর ব্যবস্থা করা হোক।
এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামূল হক জানান, জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলেই স্কুলের মাঠে জল জমে থাকছে। যার ফলে ছাত্র-ছাত্রীরা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদেরও স্কুলে আসতে অসুবিধা হচ্ছে।জল নিকাশি ব্যবস্থা করার জন্য আমরা গতকালই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে লিখিত আকারে আবেদন করেছি।তিনি দ্রুত ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।