শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ বেসরকারি স্কুলের স্টাফ কোয়ার্টারে ঢুকে সোনার অলঙ্কার চুরির অভিযোগে গ্রেফতার ৩ জন।ধৃতদের নাম বৈজু সাহানি, মহম্মদ জাহিরুল ওরফে লালু এবং অর্জুন প্রসাদ।
জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে চুরির ঘটনাটি ঘটে। শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলের কর্মচারী দীননাথ প্রসাদ তার পরিবারের সঙ্গে স্কুলের স্টাফ কোয়ার্টারে থাকেন।সেই কোয়ার্টার থেকে সোনার অলঙ্কার চুরি হয়।
ঘটনার পর দীনানাথ প্রসাদ ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে প্রধাননগর থানা অন্তর্গত রতনলাল বস্তির বাসিন্দা বৈজু সাহানি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এরপর বৈজুকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।সেইসময় আরেক অভিযুক্তের নাম সামনে আসে।পরে মহম্মদ জাহিরুলকে গ্রেফতার করা হয়।তার কাছ থেকে ৫ গ্রাম গলানো সোনা উদ্ধার করে পুলিশ।
ধৃত দুজনকে ফের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, যে তারা চুরির সোনার অলঙ্কার গলিয়ে অর্জুন প্রসাদ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছে।পরে তৃতীয় অভিযুক্ত অর্জুন প্রসাদকেও গ্রেফতার করা হয়।তার কাছ থেকে ১৫ গ্রাম গলানো সোনা উদ্ধার করা হয়েছে।আজ ধৃত অর্জুন প্রসাদকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।