শিলিগুড়ি, ৮ আগস্টঃ বেহালায় ট্রাকের ধাক্কায় খুদে ছাত্রের মৃত্যুর পর শিলিগুড়িতে স্কুলের সামনে যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নিল এসজেডিএ।
শিলিগুড়ি শহর ও মহকুমা এলাকায় প্রচুর স্কুল মেইন রোডের পাশে রয়েছে।সেই রাস্তাগুলি দিয়ে প্রচুর গাড়ি, বাস ও ট্রাক চলাচল করে।বেহালার মতো ঘটনা যাতে কোথাও না ঘটে ও কোনও বাবা মায়ের কোল যাতে খালি না হয় সেকারণে স্কুলগুলির সামনে ব্যারিকেড দেওয়া হবে।
মঙ্গলবার শিলিগুড়ির বেশকিছু বেসরকারি ও সরকারি স্কুল পরিদর্শন করেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। স্কুলগুলির সামনে ব্যারিকেড দেওয়া হবে।এসজেডিএ এর তরফে শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশকে প্রায় ১০০ টি ব্যারিকেড দেওয়া হবে।যেগুলি স্কুলগুলির সামনে রাস্তায় থাকবে।পাশাপাশি পুলিশ কমিশনারের সঙ্গেও বিষয়টি নিয়ে বৈঠক করা হবে বলে জানান তিনি।