জলপাইগুড়ি, ৭ জানুয়ারিঃ জলপাইগুড়ির সোনাউল্লা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল। মঙ্গলবার স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে এই শোভাযাত্রা।
এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন স্কুলের প্রাক্তন ও বর্তমান মিলিয়ে প্রায় কয়েক হাজার ছাত্র।উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিশিষ্ট আইনজীবী ও স্কুল পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস সহ বিশিষ্টজনেরা।
এদিন প্রথমে বেলুন উড়িয়ে শতবর্ষ পূর্তি উৎসবের সূচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ।বিদ্যালয়ের একটি পত্রিকাও প্রকাশ করা হয়।পত্রিকার আবরণ উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও গবেষক সাহিত্যিক উমেশ শর্মা।