শিলিগুড়ি, ১২ জুনঃ বেসরকারি স্কুল ফি মুকুবের দাবিতে শিলিগুড়ি মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান করল দার্জিলিং জেলা ছাত্র ফেডারেশন।
অভিযোগ, লকডাউনে বেসরকারি স্কুলগুলি কোন না কোনভাবে বিপদগ্রস্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে স্কুল ফি আদায় করে চলেছে। এরফলে বিপাকে অভিভাবকরা।
এরপরই ফি মুকুবের দাবিতে আন্দোলনে সোচ্চার হয় দার্জিলিং জেলা এসএফআই। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান করা হল।স্মারকলিপিতে দ্রুত এই বিষয়ের উপর সরকারিভাবে আলোকপাত করার অনুরোধও জানানো হয়।
সংগঠনের সভাপতি সাগর শর্মা জানান, শিলিগুড়িতে বেসরকারি স্কুলগুলি অনলাইনে ক্লাস করিয়ে বিভিন্নভাবে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে স্কুল ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি আদায় করে চলেছে। সরকারের পক্ষ থেকে যদি দ্রুত এর সুরাহা নিয়ে পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আগামীতে অভিভাবকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।