রাজগঞ্জ, ১৯ জুলাইঃ স্কুল চলাকালীন এক পড়ুয়ার ব্যাগে ঢুকে গেল সাপ।হুলস্থুল কান্ড ঘটে গেল স্কুলে। ক্লাস রুম থেকে দৌড়ে পালালেন শিক্ষক ও ছাত্ররা।শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অনন্তদেব প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গিয়েছে, আজ সকালে স্কুলের শিক্ষিকা তৃতীয় শ্রেণীর ক্লাসরুমের দরজা খুলে দেন।সেইসময় পড়ুয়ারা ক্লাস রুমে ঢুকে যায়।হঠাৎ পড়ুয়াদের নজরে পড়ে এক পড়ুয়ার স্কুল ব্যাগের মধ্যে একটি সাপ ঢুকছে। তা দেখে পড়ুয়ারা চিৎকার করে স্কুল ঘর থেকে বেরিয়ে পড়ে।ছুটে আসে শিক্ষক-শিক্ষিকারা।তারাও দেখেন স্কুলব্যাগে সাপ।আতঙ্কে পঠন-পাঠন বন্ধ হয়ে যায়।কি করবেন বুঝে উঠতে পারছিলেন না।
এরপর বাঁশ দিয়ে ব্যাগটিকে নাড়া দিতেই সাপটি বেরিয়ে আসে।ঘরের মধ্যেই সাপটি এদিক ওদিক ছুটে বেড়ায়।এভাবেই কেটে যায় প্রায় এক ঘন্টা।অবশেষে শিক্ষকদের চেষ্টায় সাপটি জানালা দিয়ে বেরিয়ে যায়। যদিও আতঙ্ক কাটেনি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের।স্কুলের চারপাশেই ঝোপ জঙ্গল।সাপটি ফের স্কুল ঘরে ঢুকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।