ফাঁসিদেওয়া, ৫ মার্চঃ স্কুল শেষে ঘরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর।ফাঁসিদেওয়ার ঘোষপুকুর-খড়িবাড়িগামী রাজ্য সড়কের ঘটনা।মৃতার নাম জ্যাকলিন জেজে।ঘোষপুকুরের বাসিন্দা।সেন্ট জোসেফ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল সে।
জানা গিয়েছে, এদিন স্কুল ছুটির পর রাস্তা পারাপার করার সময় একটি সবজি বোঝাই লরি স্কুল ছাত্রীকে ধাক্কা দেয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রীর।পরে স্থানীয়রা ঘাতক লরিকে আটকে করে।যদিও ঘটনার পর পালিয়ে যায় চালক।পরে পুলিশ পৌঁছে ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করে।
এদিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।